Traffic Rule: অত্যাধিক গরমে কার্যত নাজেহাল দশা সবারই। গরম থেকে বাঁচতে একাধিক পন্থা নিচ্ছে সাধারণ মানুষ। পথে বেরোলে রৌদ্রতাপ যেভাবে আক্রমণ করছে, তার থেকে বাঁচতে আইন বিরুদ্ধ কাজ করে ফেলছে বহু মানুষই। যেমন, যারা নিত্যদিন গাড়িতে যাতায়াত করেন তাদের মধ্যে অনেক চার চাকার মালিক গাড়ির জানালায় কাঁচে বসাচ্ছেন ব্ল্যাক ফিল্ম বা ডার্ক ফিল্ম। কিন্তু অনেকেই জানেন না গাড়ির কাঁচে ডার্ক ফিল্ম বসানো ট্রাফিক আইন বিরুদ্ধ। রাস্তায় বেরোলে ট্রাফিক পুলিশের চোখে পড়লেই মোটা অংকের জরিমানা দিতে হবে।
সাধারণত গাড়ির কাঁচ দিয়ে বাইরের সূর্যের তাপ ভিতরে প্রবেশ করে গাড়ির ভিতরটিকে গরম করে দেয়। দিনের বেলায় এসি চালালেও তার কুলিং ভালো ভাবে পাওয়া যায় না। কিন্তু যদি কাঁচে ব্ল্যাক ফিল্ম বসানো হয়ে থাকে, তবে সূর্যের তাপ ভিতরে আসতে বাধা দেয় সেটি। যে কারণে এসির কুলিং ভালোভাবে পাওয়া যায়। এই সমস্যা দেশের দেখা দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মানুষ ট্রাফিক নিয়ম ভুলে গাড়ির কাঁচের দেদার ব্ল্যাক ফিল্ম বসাচ্ছে। আর রাস্তায় বেরোলেই পুলিশের নজরে পড়ে মোটা অংকের জরিমানা দিতে বাধ্য থাকছে।
ভারতবর্ষের ট্রাফিক নিয়ম বলছে, গাড়ির সামনের ও পিছনের গ্লাসের যে উইন্ডশিল্ড রয়েছে তার দৃশ্যমানতা হতে হবে ৭০ শতাংশ এবং ৫০ শতাংশ। কোনো কারনে দৃশ্যমানতা এর চেয়ে কম হলে তা আইন বিরুদ্ধে এবং দণ্ডনীয় অপরাধ। তাছাড়া যদি গাড়ির কাঁচের দৃশ্যমান্যতা কমে যায় তা উক্ত গাড়ির আরোহী ও ড্রাইভারের জন্য বেশ ঝুঁকির। কারণ এর থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। এদিকে গাড়ির কাঁচে যে দেদার ডার্ক ফিল্ম ব্যবহার করা হচ্ছে, তা কাঁচের দৃশ্যমানতা কমিয়ে দেয়। একাধারে এটি যেমন আইন বিরুদ্ধ তেমনই সুরক্ষার জন্য ক্ষতিকারক। কিন্তু গরম থেকে বাঁচতে মানুষ যেভাবে মাত্রাতিরিক্ত হারে ডার্ক ফিল্ম বসাচ্ছে, তাতে উদ্বেগ বাড়ছে সরকারের।
- Advertisement -
কত টাকা জরিমানা হতে পারে?
সূত্রের খবর, রাস্তায় যখনই দেখা যাচ্ছে গাড়ির কাঁচে কারুর ডার্ক ফিল্ম বসানো রয়েছে, তখনই গাড়ি থামিয়ে জরিমানা চাওয়া হচ্ছে। রাস্তাতেই গাড়ি থামিয়ে মোটা অংকের চালান কাটছে ট্রাফিক পুলিশ। গাড়ির মালিক ট্রাফিক আইন লঙ্ঘন করেছে এই বলে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত চালান কাটা হচ্ছে। হিসেব বলছে ডার্ক ফিল্ম লাগানোর খরচ মোটামুটি ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু গরম থেকে বাঁচতে এই পদক্ষেপ নিলে ব্যক্তির পকেট থেকে খসে যাচ্ছে ১০০০০ টাকার অর্থ। তাই গাড়ির কাছে ব্ল্যাক ফিল্ম বসানোর আগে দুবার ভাবুন। নয়তো জরিমানা করলে পড়তে পারেন আপনিও।