মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! এ মাসেই বন্ধ হয়ে যাবে এই বিশেষ পরিষেবা, জানুন বিস্তারিত

এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি ব্যক্তির হাতে রয়েছে একটি করে স্মার্ট ফোন। তবে একটি বললে হয়তো ভুল বলা হবে, এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি মানুষের কাছে একাধিক স্মার্টফোন রয়েছে। তবে এবার এই স্মার্ট ফোন নিয়েই একটি বড় ঘোষণা করা হলো যা কার্যকর হবে ১৫ই এপ্রিল থেকে।

- Advertisement -

USSD কোড কি?

USSD কোড হল সংক্ষিপ্ত কিছু কোড যেগুলি মোবাইল ব্যবহারকারীরা ব্যবহার করে থাকে একাধিক কারণে। ব্যালেন্স কত রয়েছে অথবা IMEI নম্বর জানার জন্য এই ধরনের কোড ব্যবহার করে থাকেন ব্যবহারকারীরা। এতে মোবাইল ব্যবহারকারীদের অনেক সুবিধা হয় কিন্তু প্রতারকরাও সুযোগ-সুবিধা পেয়ে যায় এই কোডের সাহায্যে। তাই এবার প্রতারকদের আটকানোর জন্যই কিছু পরিবর্তন আনা হয়েছে এই কোডের ব্যবহারের ক্ষেত্রে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন এই ব্যবস্থা নিচ্ছে টেলিকম দফতর?

গত ২৮ মার্চ টেলিকম বিভাগের তরফ থেকে বলা হয়েছে USSD ভিত্তিক কল ফরওয়ার্ডিং সার্ভিস অথবা শর্ত বিহীন কল ফরোয়ার্ড করে দেওয়ার ফলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর ফলেই এবার করা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকারি টেলিকম বিভাগ। আগেও এই ব্যবস্থার মাধ্যমে একাধিক প্রতারণার ঘটনা ঘটেছিল তবে বর্তমানে সেই ছবি যাতে আরো বিরাট আকার ধারণ না করে তার জন্যই এই ব্যবস্থা নিতে চলেছে টেলিকম দপ্তর।

আরও পড়ুন – Birth Certificate: বার্থ সার্টিফিকেট তৈরির সময় এই তথ্য দিতেই হবে! নয়তো সমস্যায় পড়বেন! নিয়মে বড়সড় বদল

- Advertisement -

কেন নেওয়া হবে এই সিদ্ধান্ত?

এই সার্ভিসে যাতে অপব্যবহার না হয় সেটাই নিশ্চিত করা হল প্রধান উদ্দেশ্য। বর্তমানে অনেকেই এই কোড ব্যবহার করে কল ফরওয়ার্ডিং করে, তবে নির্দেশ কার্যকরী হওয়ার পর এই পদ্ধতি আর ব্যবহার করতে পারবে না কেউ। ১৫ই এপ্রিল থেকে এই সিদ্ধান্ত নেয়া হবে যার ফলে airtel, jio, ভোডাফোন আইডিয়া অথবা অন্য যেকোনো নেটওয়ার্কের গ্রাহকরা কল ফরওয়ার্ডিং করতে পারবে না এই কোড ব্যবহার করে। এই সিদ্ধান্ত নেওয়ার পর সাইবার ক্রাইমের সমস্যা কিছুটা আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Channel Join Now
❖  Related Articles

Leave a Comment