মেয়ের পড়াশোনা বা বিয়ে নিয়ে টেনশন করার দিন শেষ, এলআইসি নিয়ে এসেছে দুর্দান্ত একটি প্ল্যান

এলআইসি (LIC) হল এমন একটি সংস্থা যা মানুষের প্রয়োজনে বিভিন্ন পলিসি প্ল্যান নিয়ে আসে বারবার। ছোট থেকে বয়স্ক সমস্ত ধরনের মানুষের জন্য এলআইসির কাছে আছে বিভিন্ন ধরনের দুর্দান্ত এবং আকর্ষণীয় প্ল্যান। এবার কন্যা সন্তানদের জন্য এলআইসি নিয়ে এলো কন্যাদান পলিসি প্ল্যান (LIC Kanyadan Policy Plan)।

- Advertisement -

কন্যাদান পলিসি প্ল্যান কী?

মেয়েদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য এই পলিসি চালু করেছে এলআইসি। মেয়ের শিক্ষা বা বিয়ের খরচ মেটানোর জন্য যাতে কোন রকম সমস্যায় না পড়তে হয় পরিবারের সদস্যদের তার জন্যই এই পলিসি শুরু করা। প্রতিদিন ১২১ টাকা জমা করতে হবে। প্রতি মাসে ৩ হাজার ৬০০ টাকা বিনিয়োগ করলেই আপনি এই পলিসি শুরু করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুরু করার ২৫ বছর পর এই পলিসি ম্যাচিওর করবে। ম্যাচুরিটির পর বিনিয়োগকারী পেয়ে যাবেন ২৭ লক্ষ টাকা। আপনি যদি দৈনিক ৭৫ টাকা অর্থাৎ মাসিক ২২৫০ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকা। বিনিয়োগের পরিবারের উপর নির্ভর করে ফান্ড পরিবর্তিত হতে পারে।

এই পলিসিটিতে বিনিয়োগ করার জন্য আপনার কন্যার বয়স কমপক্ষে এক বছর হতে হবে। বিনিয়োগকারী এলআইসি কন্যাদান পলিসিতে ট্যাক্স বেনিফিটের সুবিধা পাবেন। আইকর আইন ১৯৬১ ধারা ৮০C অধীনে কর ছাড় দাবি করতে পারবেন আপনি। এই পলিসি এক.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট দেয়।

- Advertisement -

এই পলিসিতে আবেদন করার জন্য আপনার লাগবে আধার কার্ড, ঠিকানা প্রমাণ, আপনার আয়ের শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং কন্যার জন্ম সার্টিফিকেট। আপনি আপনার পছন্দমত টার্ম বেছে নিতে পারেন। ম্যাচুরিটির সর্বোচ্চ বয়স ৬৫ বছর। আপনি প্রিমিয়াম মাসিক, ত্রইমাসিক অর্থবার্ষিক এবং বার্ষিক ভাবে দিতে পারেন।

আরও পড়ুন – Scholarship: কন্যাশ্রীর ২৫,০০০ ছাড়াও উচ্চমাধ্যমিক পাশ করলেই ছেলেমেয়েরা পাবে ৫৪০০ টাকা! কিভাবে? জেনে নিন বিস্তারিত

আপনি যদি প্রতিমাসে ৩৬০০ টাকা বিনিয়োগ করতে না পারেন তাহলে আপনি চাইলে কম প্রিমিয়াম সহ একটি প্ল্যান বেছে নিতে পারেন। এছাড়াও আপনি যদি চান বেশি প্রিমিয়াম প্ল্যানও কিনতে পারেন। পলিসি নেওয়ার পর যদি কন্যার সন্তানের বাবা মারা যায় তাহলে ওই পরিবারকে পলিসি দিতে হবে না। সে ক্ষেত্রে পলিসি বিনামূল্যে চলবে। বাকি বছরগুলিতে কন্যা প্রতি বছর বিনিয়োগের অর্থের ১০% পাবেন। কোন দুর্ঘটনার কারণে উপভোক্তা কারীর মৃত্যু হলে পরিবারকে ১০ লাখ টাকা এবং স্বাভাবিক মৃত্যু হলে ৫ লাখ টাকা দেওয়া হয়।

WhatsApp Channel Join Now
❖  Related Articles

Leave a Comment