Free Electricity: গরমে অতিরিক্ত বিদ্যুৎ খরচের চিন্তা দূর! প্রতিমাসে ফ্রিতে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেবে সরকার! কিভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত

Free Electricity: বছরের ছয় ঋতুতে‌ নিত্য সঙ্গী, যাকে ছাড়া চলা সম্ভব নয় তা হল ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। বিশেষ করে গরম পড়লে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। পাখা, ফ্যান, এসি, কুলার-সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো হয়। ফলে মাসের শেষে মোটা টাকার বিল আসার চিন্তা থাকে মাথায়। এবার যদি হঠাৎ করেই ফ্রি হয়ে যায় বিদ্যুৎ? ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। দেশবাসীকে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দিচ্ছে মোদি সরকার। আপনিও পেতে পারেন। ভাবছেন কিভাবে? জেনে নেওয়া যাক।

- Advertisement -

প্রধানমন্ত্রীর ‘সূর্যঘর যোজনা’ প্রকল্পটি কী?

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা’ (PM Surya Ghar Muft Bijli Yojana) নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল সূর্যশক্তির ব্যবহার বাড়ানো এবং সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুতের বিল বাঁচানো। প্রকল্পটি শুরু করার সময় নরেন্দ্র মোদী বলেছিলেন, এই প্রকল্পটির দ্বারা সারা দেশে প্রায় এক কোটি মানুষ উপকৃত হবেন। সরকারের তরফে প্রতিমাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। একটি পরিসংখ্যান বলছে, প্রকল্পটি শুরু হলে সারাদেশের আমজনতার ১৮ হাজার টাকার বেশি তবু কম নয়, এমনটা খরচ বাঁচবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রকল্পের সুবিধা পেতে হলে কী করতে হবে?

এই সুবিধা পেতে হলে বাড়ির ছাদে বসাতে হবে সোলার প্ল্যান্ট। আরে সোলার প্যানেল বসানোর জন্য সরকারের তরফ থেকে পাবেন ভর্তুকি। দেশের প্রতিটি পরিবার পিছু ২ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল বসানোর খরচের ৬০ শতাংশ ভর্তুকি দেবে সরকার। আর কেউ যদি চান ৩ কিলোওয়াটের প্যানেল স্থাপন করতে, তাহলে অতিরিক্ত ১ কিলোওয়াটের প্লান্টে পাওয়া যাবে ৪০% ভর্তুকি।

প্রকল্পে আবেদন জানানোর জন্য যোগ্যতা কী?

i) এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন একমাত্র ভারতীয় নাগরিকরা।
ii) সৌর প্যানেল স্থাপন করার জন্য উপযুক্ত ছাদ থাকতে হবে এবং নিজস্ব বাড়ি হতে হবে। যে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে।
iii) আবেদনকারী প্রার্থীর একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
iv) পরিবারের একজন সদস্যই প্যানেল বসানোর জন্য ভর্তুকির সুবিধা পাবেন।

- Advertisement -

আরও পড়ুন – Government Scheme: মাধ্যমিক পাশ করলেই এত টাকা দেবে সরকার! রেজাল্ট বেরোনোর আগেই সরকারের সিদ্ধান্তে মুখে ফুটল হাসি

প্রকল্পে আবেদন জানাতে পারবেন কিভাবে?

i) প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ভিজিট করতে হবে (https://pmsuryaghar.gov.in) ওয়েবসাইটে।
ii) ওয়েবসাইটে হঠাৎ করে আপনার রাজ্য, বিদ্যুৎ সংস্থার নাম, গ্রাহক নম্বর ইত্যাদি তথ্য দিয়ে ছাদে সোলার প্যানেল বসানোর জন্য নিজের আবেদন জমা করুন।
iii) ওয়েবসাইটে নিজেদের সমস্ত তথ্য দিয়ে আবেদন জানাতে হবে। সঙ্গে জমা করতে হবে পরিচয়পত্র, আপনার ঠিকানার প্রমাণ, বিদ্যুতের বিল, ছাদের মালিকানার শংসাপত্র, ইত্যাদি ডকুমেন্ট ও তথ্য।

এভাবে অ্যাপ্লিকেশন পাঠালে আপনার আবেদন খতিয়ে দেখা হবে ও আপনাকে ভর্তুকির সুবিধা প্রদান করা হবে।

WhatsApp Channel Join Now
❖  Related Articles

Leave a Comment