Aadhaar Mobile Link: আধার কার্ডের সঙ্গে মোবাইল লিংক করা এবার আরও সহজ! পদ্ধতি বলে দিল UIDAI

Aadhaar Mobile Link: প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আজকাল কোন কাজই আধার কার্ড (Aadhaar Card) ছাড়া হয় না। জনসাধারণের এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আধার কার্ড আপডেট প্রয়োজন হলে তা অফলাইন ছাড়া অনলাইনেও করা যায়। তবে অনলাইনে আধার কার্ড আপডেট করতে হলে আধারের সঙ্গে মোবাইল লিংক থাকা বাধ্যতামূলক। কারণ অনলাইনে আধার কার্ড আপডেটের সময় একটি ওটিপি আসে। সেইটি লিখতে হয়। এখন কথা হচ্ছে, আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার প্রক্রিয়াটি অনেকেই মনে করেন যথেষ্ট জটিল। আসলে অত্যন্ত সহজেই কয়েকটি স্টেপে আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা যায়। এবার এই সহজ প্রক্রিয়াটি বাতলে দিল UIDAI.

- Advertisement -

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা কেন জরুরী?

আপনার আধারের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে, তাহলে নানান সমস্যার মুখে পড়তে পারেন। আধার সংক্রান্ত যে কোন পরিষেবার ক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল লিংক থাকা বাধ্যতামূলক। আসলে আমাদের আধার কার্ডে যদি কোন ভুল থাকে, তাহলে অনলাইনে আমরা তা আপডেট করে নিতে পারি। যেমন জন্ম তারিখ ঠিকানা, ছবি, ইত্যাদি। অনলাইন মাধ্যমে এই সকল সুবিধা দিয়ে থাকে UIDAI। আর সে কারণেই আধারের সঙ্গে মোবাইল লিংক থাকাটা জরুরি। তাহলে আপনি UIDAI এর ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড আপডেটের সময়সীমা

জনসাধারণকে তাদের আধার কার্ড আপডেট এর জন্য জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট সময় সীমার মধ্যে আমজনতা অবশ্যই নিজেদের আধার কার্ডটি আপডেট করে নেবেন। ১৪ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। এই সময় সীমার মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করে নিতে হবে দ্রুত। তবেই আপনি অনলাইনে সমস্ত পরিষেবা গুলি পেতে পারবেন। যদি কোন ব্যক্তির ফোন হারিয়ে যায় যার সঙ্গে তার আধার আপডেট ছিল, তাহলে নতুন ফোনের সঙ্গে আধার কার্ড টি যুক্ত করে নিতে হবে। এ প্রক্রিয়াটি কিভাবে করবেন তা নিম্নে আলোচনা করা হলো।

আরও পড়ুন – Madhyamik-HS Result 2024: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? জেনে‌ নিন দিনক্ষণ

- Advertisement -

মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন কিভাবে?

আপনার মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক প্রসেসটি ধাপে ধাপে সম্পন্ন হবে। এজন্য ঠিক কি কি করনীয় সেগুলি দেখে নিন।

১) আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে। আপনি অবশ্যই নিজের আধার কার্ডটি বহন করে নিয়ে যাবেন।

২) আধার এনোরোলমেন্ট সেন্টারে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করে জমা দিয়ে দেবেন। খেয়াল রাখবেন কোন তথ্য যেন ভুল না হয়।

৩) ফর্ম জমা দেওয়া হলে একজন এক্সিকিউটিভ আসবেন। সেখানে আপনাকে বায়োমেট্রিক্স দিতে হবে।

৪) আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার প্রক্রিয়ায় আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে। এটি আপনি অনলাইনেও দিতে পারবেন।

৫) এরপরই আপনার আধারের সঙ্গে মোবাইল লিংকটি হয়ে যাবে। আপনাকে একটি URN নম্বর দেওয়া হবে যার দ্বারা আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন।

৬) এরপর আগামী ৯০ দিনের মাথায় UIDAI ডেটাবেসে আপনার মোবাইল নম্বরটি নথিভুক্ত হয়ে যাবে।

WhatsApp Channel Join Now
❖  Related Articles

Leave a Comment