PF Money Withdrawal: পিএফ-এর টাকা তুলতে গেলেও কর জমা দিতে হবে নাকি! এই নিয়মটি জানতেন আগে?

PF Money Withdrawal: কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার পর ইপিএফও (EPFO) সম্পর্কে ধারণা হয় সবারই। EPFO বলতে বোঝায় ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন‘। যখন কোন ব্যক্তি EPFO আওতাভুক্ত কোম্পানিতে চাকরিতে যুক্ত হন, তখন একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দেওয়া হয় EPFO থেকে। নিয়োগকারী কোম্পানিটি সংশ্লিষ্ট নম্বর বা UAN আওতায় একটি ওপেন করেন পিএফ অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টটিতে চাকরিরত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা উভয় তরফেই টাকা জমা করা হয়। এখন প্রশ্ন হল, এই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে কোন ট্যাক্স দিতে হয় কি? এই প্রশ্নের উত্তর নিয়ে ধন্দ অনেকের মধ্যেই। তাই জেনে রাখা দরকার পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু পরিস্থিতিতে ট্যাক্স দিতে হতে পারে।

- Advertisement -

কখন ট্যাক্স দিতে হবে?

যখন কোনো সংস্থার তরফে কুড়ি জনের বেশি কর্মী নিয়োগ করা হয়, তখন সেই সংস্থাটির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা (EPFO) -এ রেজিস্ট্রেশন করা আবশ্যিক হয়। কর্মরত ব্যক্তির পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। যদি ব্যক্তি পাঁচ বছর ধরে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করে তারপর তা তুলে নেন, সেক্ষেত্রে ইপিএফ অ্যাকাউন্টধারীকে কোনো প্রকার কর জমা দিতে হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে মোটেই বিবেচনা করা হবে না এই পাঁচ বছরের মধ্যে ব্যক্তি একটি না একাধিক কোম্পানিতে কর্মরত ছিলেন। কিন্তু যদি উক্ত ব্যক্তি পাঁচ বছর ধরে কাজ না করে অ্যাকাউন্টে জমা টাকা তুলে নিতে চান, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে নিয়ম অনুসারে কর জমা দিতে হবে। এখানে উল্লেখ্য যে, যদি সেই ব্যক্তির অসুস্থতার জন্য তাঁর চাকরি থেকে অবসর আসে, অথবা যদি কোম্পানি পাঁচ বছরের আগে ব্যবসা বন্ধ করে দেয় তাহলেও কিন্তু টাকা তোলার ক্ষেত্রে কোন কর দিতে হবে না।

আরও পড়ুন – Madhyamik-HS Result 2024: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? জেনে‌ নিন দিনক্ষণ

- Advertisement -

অর্থাৎ বিষয়টি স্পষ্ট যে, একজন ব্যক্তি যদি তার‌ পাঁচ বছরের কর্মজীবন অতিবাহিত করার পর পিএফ অ্যাকাউন্ট থেকে জমা থাকা টাকা তুলতে চান, সেক্ষেত্রে তিনি বিনা ট্যাক্স দিয়েই জমা থাকা টাকা তুলে নিতে পারেন। তবে যদি পাঁচ বছরের আগে টাকা তুলতে হয় তবে কর জমা দেওয়া বাধ্যতামূলক।

প্রসঙ্গত উল্লেখ্য, পিএফ-এর জমা করা পরিমাণের মোট চারটি অংশ আছে

১) কর্মচারীর অবদান,
২) নিয়োগকর্তার অবদান,
৩) নিয়োগ কর্তার অবদানের উপর সুদ,
৪) কর্মচারীর অবদানের উপর সুদ।

একজন ব্যক্তি যদি পাঁচ বছরের কর্মজীবন অতিবাহিত করার আগেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন বলে স্থির করেন, তবে সেই ব্যক্তিকে উল্লেখিত চারটি অংশের উপর ধার্য কর দিতে হবে।

WhatsApp Channel Join Now
❖  Related Articles

Leave a Comment