Jio Plan: মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও মাঝেমধ্যেই চমকে দেওয়ার মতো অফার লঞ্চ করে টেলিকম বাজারে হুমকি ছুঁড়ে যায়। প্রথম থেকেই জিও সিম ব্যবহারকারীরা সংস্থার তরফে ঝুড়ি ঝুড়ি অফার পেয়েছেন। বছরের বিভিন্ন সময় চাহিদা বাড়াতে আরও বেশি অফার দিচ্ছে সংস্থাটি। সম্প্রতি জিও একটি ফ্যামিলি প্ল্যান লঞ্চ করেছে। যারা এই প্ল্যান ব্যবহার করবেন, তারা একসঙ্গে চারটি সিম কার্ড চালাতে পারবেন অনেকটাই কম দামে।
বর্তমানে পরিবারের সবার হাতেই কমবেশি স্মার্ট ফোন। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা যত বাড়ছে সিম কার্ড ও মাসিক খরচও বাড়ছে। ফলে শুধুমাত্র মোবাইল খরচ হিসেবেই মাসে মাসে মোটা টাকা খসে যাচ্ছে আমজনতার পকেট থেকে। তবে জিও সংস্থা যবে থেকে ফ্যামিলি প্ল্যান (Jio Family Plan) এনেছে তবে থেকে মোবাইলের খরচ অনেকটাই কমে গিয়েছে। এবার ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে জিও সস্তায় একসঙ্গে চারটি সিম ব্যবহার করার সুযোগ দিচ্ছে।
জিও সংস্থার তরফে যে ফামিলি প্ল্যানটি লঞ্চ করা হয়েছে, তার জন্য মাসিক খরচ মাত্র ৩৯৯ টাকা। আপনি যদি ৩৯৯ টাকা খরচা করেন, তবে সেই টাকায় পরিবারের চারজন সদস্য চারটি সিম চালাতে পারবেন। তবে আপনি যদি আরও সিম কার্ড যুক্ত করতে চান, তাও করতে পারবেন। তবে এমনটা করতে হলে আপনাকে প্রতিমাসে ৯৯ টাকা করে রেন্টাল দিতে হবে। এই প্ল্যানে যারা রিচার্জ করবেন, তারা পাবেন আনলিমিটেড কল, সঙ্গে আপনি যদি ফাইভ জি এলাকায় থাকেন তাহলে দুরন্ত ফাইভ জি ডেটা।
- Advertisement -
আপনার সিম 4G হলে ৭৫ জিবি ডাটা পাবেন। যদি আপনি তিনটি সিম কার্ড অ্যাড করেন, তাহলে চারটি সিম কার্ডের জন্য আপনি মোট ডেটা পাবেন ৯০ জিবি। এর মধ্যে মূল যে সিম কার্ডটি থাকবে তাতে দেওয়া হবে, ৭৫ জিবি ডেটা। আর বাকি তিনটি সিম কার্ডে পাবেন ৫ জিবি করে মোট ১৫ জিবি ডেটা। সব মিলিয়ে এই অফার সবার জন্যই দারুন উপকারি হবে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে জিওর ওয়েবসাইটে নজর রাখুন।
তবে হ্যাঁ আরো একটা বিষয় জেনে রাখা দরকার, জিও সংস্থার তরফে নতুন যে ফ্যামিলি প্ল্যানটি লঞ্চ করা হয়েছে, সেটি প্রিপেইড গ্রাহকদের জন্য নয় বরং পোস্টপেইড গ্রাহকদের জন্য। তবে যদি কোন প্রিপেইড গ্রাহক চান, মোবাইলের মাসিক খরচ বাঁচাতে পোস্টপেইডে ট্রান্সফার করে যাবেন, তবে সেই সুযোগ খোলাই থাকছে।