HS Result Update 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। প্রায় দুই মাস কেটে যেতে ঈষৎ চিন্তায় ছাত্রছাত্রীরা। সাধারণত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হয় তিন মাসের মধ্যেই। পরীক্ষা শেষের পর সংসদের তরফে জানানো হয়েছিল, খুব সম্ভবত এপ্রিলের শেষ নয়তো মে মাসের শুরুর দিকে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। কিন্তু এপ্রিলের শেষ পর্বে দাঁড়িয়ে রেজাল্ট নিয়ে নতুন কোন আপডেট দেয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে খবর মিলছে, খুব সম্ভবত মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ নাগাদ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক নিয়ে প্রথম থেকেই তৎপর সংসদ। দ্রুত রেজাল্ট প্রকাশ হবে বলে সংসদের তরফে জানানো হয়েছিল। দ্রুততার সঙ্গে সেই কাজ চলছে বলে সংসদ তরফে খবর মেলে। আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সাধারণত পরপর হয়। এখনো পর্যন্ত পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো তারিখ জানায়নি। ধারণা করা হচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরপরই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে প্রতিবছরের নিয়ম অনুসারে।
সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে। এখন চলছে কেবল শেষ পর্যায়ের কাজগুলি। ফলে আর কিছু দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ হবে বলে খবর। আর মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের দিনক্ষণ সামনে আসবে। সাধারণত চলতি বছরে খাতা মূল্যায়নের নিয়মে প্রযুক্তির ব্যবহার হয়েছে। ফলে ফল প্রকাশ দ্রুত হবে বলেই ধারণা ছিল প্রথম থেকে। নব্বই দিনের বদলে সত্তর থেকে ষাট দিনের মধ্যে দুই বোর্ড পরীক্ষার ফলাফল সামনে আসতে পারে। আপাতত মে মাসকে টার্গেট করা হচ্ছে। সুত্র মারফত একটি সম্ভাবনা সামনে আসছে যে, মোটামুটি ২৭ এপ্রিল থেকে ৬ মে তারিখের মধ্যে হাতে রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের কারণে ফলপ্রকাশে বিলম্ব হবে বলে পরীক্ষার্থী ও অভিভাবক দের মধ্যে একটা চিন্তা কাজ করছে। যদিও, সংসদ সূত্রের খবর, নির্বাচনের কারণে ফল প্রকাশে কোন বিলম্ভ হবে না। দুই বোর্ড পরীক্ষার রেজাল্ট যথাসময়ে প্রকাশ পাবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চেক করবেন কিভাবে?
যে সকল পরীক্ষার্থী চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং বর্তমানে পরীক্ষার ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন, তাঁরা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট মারফত অথবা মেসেজের মাধ্যমে পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।