Birth Certificate: জন্ম ও মৃত্যুর তথ্য নথিভুক্ত করা দেশের প্রত্যেক নাগরিকের নীতিগত কর্তব্য। একটি শিশুর জন্মের পর তার বাবা মায়ের প্রথম কাজ হয় নিজেদের সন্তানের জন্মের তথ্য নথিভুক্ত করা, শিশুর বার্থ সার্টিফিকেট ইস্যু করা। এতদিন জন্ম শংসাপত্র তৈরীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি নিয়ম ছিল না, যা বাধ্যতামূলক হতে চলেছে। এবার থেকে বার্থ সার্টিফিকেট তৈরি করার সময় এই তথ্য না দিলে পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হবে।
শিশুর জন্মের পর তার বার্থ সার্টিফিকেট সারা জীবন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়। স্কুলে ভর্তি থেকে বোর্ড পরীক্ষা দেওয়া, প্রকল্পের আবেদন থেকে সরকারি চাকরির পরীক্ষা সর্বত্র প্রয়োজন হয় জন্ম শংসাপত্র। তাই শংসাপত্র তৈরি করার সময় অবশ্যই সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া কর্তব্য। এবার থেকে নতুন যে নিয়ম চালু হতে চলেছে, প্রত্যেক বাবা-মাকে এই নিয়ম মানতে হবে। সম্প্রতি এ বিষয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।জন্ম শংসাপত্র সম্বন্ধে নতুন কোন নিয়ম চালু করা হলো?
বার্থ সার্টিফিকেটে যে তথ্য দেওয়া বাধ্যতামূলক হল
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শিশুর জন্ম শংসাপত্র তৈরি সংক্রান্ত নতুন একটি নিয়ম লাগু হতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এবার থেকে শিশুদের বার্থ সার্টিফিকেট তৈরি করার সময় অবশ্যই ধর্মের উল্লেখ করতে হবে। যা এতদিন ছিল না। এই নিয়ম সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রেজিস্টারার জেনারেল অফ ইন্ডিয়া দেশের সমস্ত রাজ্য সরকারকে শীঘ্রই অবহিত করবে। দেশের প্রত্যেকটি রাজ্যের সরকার এই নতুন নিয়ম আগে সরকারিভাবে গ্রহণ করবে, তারপর সেটির বাস্তবায়ন সম্পন্ন হবে।
আরও পড়ুন – UPI System: লেনদেন ব্যবস্থায় বিরাট পদক্ষেপ RBI-এর! এবার UPI দিয়েই সরাসরি ব্যাঙ্কে জমা করুন টাকা!
- Advertisement -
কেন এই নিয়ম লাগু করা হচ্ছে?
সূত্রের খবর, এবার থেকে জন্ম শংসাপত্র তৈরীর সময় এই নয়া নিয়ম লাগু হলে সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, দেশের ভোটার তালিকা, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি সমস্ত তথ্য আপডেট করা হবে।
প্রত্যেকটি রাজ্যের তরফে এই নিয়ম গ্রহণ করা হলে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি জারি করে সকল নাগরিককে বিস্তারিত জানানো হবে। তারপর থেকে শিশু জন্মের পরে বার্থ সার্টিফিকেট ইস্যু করার সময় সেই শিশুর পিতা-মাতার ধর্মপরিচয় নথিভূক্ত করা বাধ্যতামূলক হয়ে যাবে। এতদিন পরিবারের ধর্ম উল্লেখ করা হতো। এবার তার সঙ্গে যুক্ত হবে এই নতুন নিয়মটি।