UPI System: ইউপিআই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে খুচরো নোট নিয়ে চলাচল কমেই গিয়েছে। এখন দোকান বাজার, শপিং মল, রেস্টুরেন্ট, সর্বত্রই চলে ইউপিআইতে টাকা আদান-প্রদান। ক্যাশ টাকার বহন কমে গিয়েছে অনেকটাই। তাছাড়া যে কোন জায়গা থেকে লেনদেন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। বলাই বাহুল্য, ইউপিআই ব্যবস্থায় সন্তুষ্ট আমজনতা। তবে সম্প্রতি রিজার্ভ ব্যাংক আরো বড় একটি সিদ্ধান্ত নিতে চলেছে। লেনদেন ব্যবস্থায় আসছে বিরাট পদক্ষেপ। ব্যাংক থেকে টাকা খরচ ছাড়াও এবার ইউপিআই দিয়েই ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবেন টাকা।
Unified Payments Interface (UPI) আসার পর থেকে দেশের লেনদেন ব্যবস্থায় বিরাট পরিবর্তন এসেছে। এই ব্যবস্থা গত কয়েক বছরে সাধারণ মানুষের মধ্যে এতটাই জনপ্রিয় হয়েছে যে, প্রতি মুহূর্তে ইউপিআই ব্যবহার কারীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। এরই মধ্যে ফের ভারতবর্ষের আর্থিক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সামনে আসছে রিজার্ভ ব্যাংকের নতুন পরিকল্পনা। জানা যাচ্ছে, এবার ইউপিআই পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া শুরু হতে চলেছে। অতি শীঘ্রই এই ব্যবস্থার সুবিধা পেতে চলেছেন দেশের লক্ষ লক্ষ ইউপিআই ব্যবহারকারী।
গত শুক্রবার সংশ্লিষ্ট বিষয়ে আভাস দিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, শীঘ্রই ইউপিআই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকে ক্যাশ ডিপোজিট বা টাকা জমা দেওয়ার প্রক্রিয়া চালু হতে চলেছে। এতদিন ইউপিআই ব্যবহার করে সাধারণ মানুষ শুধুমাত্র লেনদেন করতেন। এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দেওয়া যাবে। শুরু থেকে এখনও পর্যন্ত ইউপিআই ব্যবস্থায় গ্রাহকদের ব্যয়ের ব্যবস্থা ছিল। এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডেবিট করাও যাবে বলে জানা যাচ্ছে।
- Advertisement -
আরবিআই গভর্নর জানান, ইউপিআই-এর বহুল ব্যবহার ও গ্রহণযোগ্যতা দেখে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। অতি শীঘ্রই এই পরিষেবার সুবিধা পেতে চলেছেন দেশের সাধারণ মানুষ। নিঃসন্দেহে এই ব্যবস্থা চালু হলে, উপকৃত হবেন দেশের লাখ লাখ ইউপিআই ব্যবহারকারী। প্রসঙ্গত রিজার্ভ ব্যাংক জনসাধারণের সুবিধার্থে মাঝে মধ্যেই নানান পদক্ষেপ নিয়ে থাকে। তারই একটা ইউপিআই ব্যবস্থা।
বারংবার ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া অনেকের পক্ষেই অসুবিধা হয়ে পড়ে। সেক্ষেত্রে যদি ইউপিআই-এর মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া সম্ভব হয়, তাহলে সেই ব্যবস্থা সানন্দে গ্রহণ করবে ভারতের নাগরিকরা। আর সেকথা চিন্তা করেই রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ।