Gold Price: বাজারে হাজার রকমের গহনা এলেও ভারতীয় দের কাছে সোনার বিকল্প নেই। কিন্তু, দিন দিন সোনার দাম (Gold Price) সে হারে বাড়ছে তাতে হেসে খেলে ‘সোনায় সোহাগা’ বলতে পারছে না আমজনতা। প্রিয় ধাতুর ঊর্ধ্বমুখী দাম মনে ব্যথা দিলেও সবাই অপেক্ষায় আছেন কবে একটু দাম কমবে সোনার। সাধারণত, সোনার দামে হেরফের ঘটে প্রতিদিন। কখনো কিছুটা দাম কমে তো কখনো দাম বাড়ে। এই সোনা কেনার আগে সেই দিনের সোনার মূল্য জেনে নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। এপ্রিল কাটিয়ে মে মাস পড়েছে। মে মাসে সোনার দাম পৌছলো কোথায়? অবশ্যই জানতে হবে প্রত্যেক ক্রেতাকে।
মাঝে কয়েকদিন সোনার দাম কিছুটা কমেছিল। তবে আবার লাফিয়ে বাড়ছে প্রিয় ধাতুর দাম। একদিকে যেমন পারদ চড়ছে গরমের,অন্যদিকে তেমনই লাফিয়ে বাড়ছে সোনার মূল্য। পারদের সঙ্গে টেক্কা দিয়ে লাখের দরজায় টোকা মারছে সোনার দাম। এদিকে বৈশাখ পড়তেই বিয়ের মরশুম শুরু হয়েছে। ফলে সোনার চাহিদা বাড়ছে। বিয়েতে সোনার অলংকার আদান প্রদান ভারতীয় দের রীতির মধ্যে পড়ে। সোনার দাম বাড়লেও সেই রীতি অক্ষুন্ন রাখতে সোনার কেনাবেচা চলছেই। তবে শুধুই যে উৎসবে অনুষ্ঠানে সোনার আদান-প্রদান হয় তা নয়, বিনিয়োগের মাধ্যম হিসেবেও অত্যন্ত মূল্যবান স্বর্ণ ধাতু। অনেকেই বিনিয়োগ করেন। আবার অনেকে ভবিষ্যতের স্বার্থে হলুদ ধাতু বাড়িতে রাখেন। সাধারণ মানুষের মধ্যে প্রবাদ রয়েছে, সোনা এমন একটি ধাতু যা জীবনের কোন না কোন সময় প্রয়োজন হবেই।
আপনিও যদি বৈশাখে তথা মে মাসের শুরুতে সোনা কিনতে আগ্রহী হয়ে থাকেন, তবে সোনার বাজার দর দেখে তবেই কেনা শ্রেয়। বর্তমানে সোনার দাম বলছে, উপরের দিকেই রয়েছে হলুদ ধাতু। আপাতত তুলনায় একটু কমেছে সোনার দাম। বলাই বাহুল্য, একথা মুখে হাসি ফোটাবে সবারই। অতএব আপনিও সোনা কিনতেই পারেন।
- Advertisement -
সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে হ্রাস বৃদ্ধি হয় রূপোর। সোনা কিনতে না পারায় অনেকেই এখন রুপোলি ধাতুর প্রতি আকর্ষিত হন। এদিন সোনার দাম কিছুটা কমেছে যেমন, দাম কমেছে রুপোরও। আপাতত ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ঘোরাফেরা করছে ৭২-৭৩ হাজারের কাছাকাছি। আগামী দিনে দাম বাড়বে কি কমবে এটা সম্পূর্ণ নির্ভর করছে উক্ত দিনের বাজার দরের উপর। তাই সোনা ও রুপো কেনার জন্য যদি মনস্থির করে থাকেন, অথবা সোনায় বিনিয়োগ করবেন বলে ঠিক করে থাকেন, তাহলে সেই দিনের সোনার বাজার দাম জেনে তবে বিনিয়োগ করা ও সোনা কেনা উচিত।