EPFO Update – এবার চাকরি বদল করলেও PF অ্যাকাউন্ট স্থানান্তরে থাকবে না আর ঝামেলা, জানুন বিস্তারিত

EPFO Update: আপনি যদি কখনো চাকরি পরিবর্তন করেন, তখন আপনাকে পিএফ অ্যাকাউন্টও বদলাতে হয়, নাহলে আগের অফিসে যে কাজ করতেন সেই কাজের যে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছিল পিএফ অ্যাকাউন্টে জমা রাখার জন্য, আপনি আর তা পাবেন না। তবে এবার সেই চিন্তার নিষ্পত্তি ঘটলো। এবার থেকে আপনি চাকরি বদল করলে, আপনার ইপিএফও অ্যাকাউন্টও নিজে থেকেই স্থানান্তরিত হয়ে যাবে। আপনাকে এর জন্য কোনো ঝক্কি পোহাতে হবে না।

- Advertisement -

১লা এপ্রিল থেকেই চালু হয়েছে নয়া পরিষেবা

আগে একটি চাকরি ছেড়ে অন্য কোনো চাকরিতে যোগ দিলে ইউএএন নম্বর (UAN Number) দিয়ে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের আবেদন জানাতে হত। তবে, এখন থেকে আর চাকরি বদলের সময় ইপিএফও অ্যাকাউন্ট ম্যানুয়ালি ট্রান্সফারের আবেদন করতে হবে না বলেই জানা গেছে। ইপিএফও শুরু করেছে নিজে থেকেই অ্যাকাউন্ট স্থানান্তর করার করার পরিষেবা। চলতি বছরের ১লা এপ্রিল থেকেই চালু হয়েছে এই নয়া পরিষেবা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টাকা স্থানান্তরিত হবে স্বয়ংক্রিয়ভাবেই

চাকরি পরিবর্তন করলে, সেই ইপিএফ অ্যাকাউন্টে এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা স্থানান্তরিত হয়ে যাবে। আপনাকে অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য কোনো আবেদন করতে হবে না কিংবা ফর্ম ফিল-আপ করতে হবে না। এমনকি এর জন্য মাসের পর মাস ধরে অপেক্ষাও করতে হবে না।

পিএফ অ্যাকাউন্ট স্থানান্তরের ক্ষেত্রে UAN এর প্রয়োজনীয়তা কী?

কর্মচারীদের বেতনের ১২ শতাংশ ইপিএফ-এ জমা হয় এবং যে সংস্থায় কর্মরত, সেই সংস্থার তরফ থেকেও ইপিএফ অ্যাকাউন্টে সমান পরিমাণ টাকা জমা করা হয়। পিএফ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইউএএন (UAN) অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বাধ্যতামূলক। কোনো ব্যক্তি যদি একাধিক চাকরি করেন, তবে সেক্ষেত্রে যাতে তার একাধিক আইডি বা অ্যাকাউন্ট তৈরি না হয়, তার জন্যই কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম হিসাবে এই ইউএএন কাজ করে। শুধুমাত্র পিএফ নয়, এছাড়াও বিভিন্ন পরিষেবা প্রদান করে ইউএএন। এর মধ্যে রয়েছে বর্তমান পিএফ আইডির সঙ্গে পূর্ববর্তী পিএফ আইডি লিঙ্ক করা, ক্রেডিট সংক্রান্ত মাসিক এসএমএস, ইউএএন কার্ড, সমস্ত ট্রান্সফার-ইন বিশদ সহ একটি আপডেট করা পিএফ পাসবুক ইত্যাদি।

- Advertisement -

WhatsApp Channel Join Now
❖  Related Articles

Leave a Comment