ATM Card Charge: বর্তমানে দেশের সমস্ত নাগরিক ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সুবিধাগুলি ভোগ করেন। ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকে দেশের ব্যাংকগুলি তাদের একাধিক নিয়মে বদল এনেছে। বহু ব্যাংকের সার্ভিস চার্জ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, মে মাসের শুরু থেকে ব্যাঙ্কিং পরিষেবায় আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু বদল আসতে চলেছে।
এর পাশাপাশি যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাদের জানতে হবে ব্যাঙ্কগুলি ক্রেডিট কার্ডের নিয়মেও বদল আনতে চলেছে। মে মাসের শুরু থেকে ব্যাংক যে যে পরিষেবায় বদল আনছে তা একনজরে জেনে নেওয়া যাক।
১) আইসিআইসিআই ব্যাংক (ICICI BANK)
আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকদের মে মাসের শুরু থেকে বেশ কিছু পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। যেমন, চার্জ বৃদ্ধি করা হয়েছে সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে। এছাড়া, চেক বুক ইস্যু থেকে আইএমপিএস ট্রান্সফার, এমনকি ডেবিট কার্ডের ক্ষেত্রেও বার্ষিক ফি বৃদ্ধি করেছে ব্যাঙ্ক।
i) যারা আইসিআইসিআই ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেন, তাদের এবার থেকে বার্ষিক ২০০ টাকা করে ফি দিতে হবে। তবে গ্রামীণ অঞ্চলের লোকেদের ফি জমা দিতে হবে ৯৯ টাকা।
ii) ব্যাংকের চেকবুকের পরিষেবা গ্রহণকারীদের প্রথম ২৫ পাতা ব্যবহার করার পর প্রতি পাতা পিছু ৪ টাকা করে ফি জমা দিতে হবে।
iii) পাশাপাশি, ডিডি বা পিও ক্যানসেল, ডুপ্লিকেট/ রিভ্যালিডেশন এর জন্য ১০০ টাকা করে চার্জ লাগবে।
iv) এছাড়া, আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত আড়াই টাকা, ১০০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ৫ টাকা, ২৫০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ১৫ টাকা চার্জ দিতে হবে।আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকেরা নতুন নিয়মগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন।
আরও পড়ুন – PF Money Withdrawal: পিএফ-এর টাকা তুলতে গেলেও কর জমা দিতে হবে নাকি! এই নিয়মটি জানতেন আগে?
২) ইয়েস ব্যাংক
আইসিআইসিআই ব্যাংকের মতো ইয়েস ব্যাংক সেভিং অ্যাকাউন্টের চার্জ বাড়াচ্ছে। আগামী ১ মে থেকে নতুন নিয়ম জারি করছে ইয়েস ব্যাংক। এবার থেকে ইয়েস ব্যাংকের এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য ২৯৯ টাকা করে চার্জ দিতে হবে। এনগেজ ডেবিট কার্ডের জন্য চার্জ দিতে হবে ৩৯৯ টাকা। এছাড়া এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য ৫৯৯ টাকা ও রূপে ডেবিট কার্ডের জন্য ১৪৯ টাকা চার্জ জমা দিতে হবে।
৩) অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করার ক্ষেত্রে নিয়মগুলি –
প্রসঙ্গত, অন্যান্য ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রথম ৫টি লেনদেনে কোন চার্জ লাগবে না ঠিকই তবে এরপর প্রতি লেনদেনের জন্য ২১ টাকা করে চার্জ দিতে হবে। নন-ফিন্যান্সিয়াল ট্রান্সজাকশনের ক্ষেত্রে ১০ টাকা দিতে হবে।