RBI Rule: দেশের শীর্ষ ব্যাংক রিজার্ভ অফ ইন্ডিয়া (RBI) জন সাধারণের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল। আরবিআই সম্প্রতি এমন একটি নির্দেশ দিল, যা শুনে কপালে ভাঁজ পড়ল জনসাধারণের। দেশের জনসাধারণ তাদের পরিশ্রমের অর্থ জমা করেন ব্যাংক অ্যাকাউন্টে। প্রয়োজন সাপেক্ষে সেই টাকা তুলে আনেন তারা। যত পরিমাণ দরকার হয় সেই পরিমাণ টাকা উইথড্র করার নিয়ম রয়েছে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক জানিয়েছে, জনসাধারণ এখন থেকে ১০ হাজারের বেশি টাকা ব্যাংক থেকে তুলতে পারবে না। এই নির্দেশ শুনে শোরগোল পড়ে গেল সর্বত্র।
কি নির্দেশ দিয়েছে আরবিআই (RBI)?
প্রধানত গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় রিজার্ভ ব্যাংক এই নির্দেশ জারি করেছে। দুটি ব্যাংকের বিরুদ্ধে কঠোর হয়েছে দেশের শীর্ষ ব্যাংক। রিজার্ভ ব্যাংক তরফে জানানো হয়েছে, এই দুটি ব্যাংকে যদি কোন ব্যক্তির অ্যাকাউন্ট থাকে, তবে সমস্যায় পড়বেন তিনি। সংশ্লিষ্ট দুটি ব্যাংকের ক্ষেত্রে টাকা তোলার একটা লিমিট বেঁধে দিয়েছে আরবিআই। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সীমা বাঁধা হয়েছে, ১০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা। এর চেয়ে বেশি টাকা গ্রাহক তুলতে পারবেন না।
হঠাৎ কেন এই নির্দেশ?
যে ব্যাংক দুটির ওপরে কড়া নির্দেশ চাপানো হয়েছে, মূলত সেই ব্যাংক দুটির আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ ব্যাংক। RBI তরফে বিধিনিষেধ চাপানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক অবস্থা উন্নতি করার জন্য। তবে সেই নির্দেশের প্রকোপ পড়বে আমজনতার ওপর। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949-এর ধারা 35A-এর আওতায় এই বিধিনিষেধ চাপানো হয়েছে। RBI এর তরফে নির্দেশ লাগু করা হয়েছে। গত 15 এপ্রিল থেকে লাগু করা হয়েছে এই নির্দেশ।
কোন দুটি ব্যাংকের প্রতি নির্দেশ চাপানো হয়েছে?
যে দুটি ব্যাংকের বিরুদ্ধে রিজার্ভ ব্যাংক বিধি নিষেধ চাপিয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার ‘ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড‘ এবং মুম্বইয়ের ‘সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্ক‘।
আরও পড়ুন – Aadhaar Mobile Link: আধার কার্ডের সঙ্গে মোবাইল লিংক করা এবার আরও সহজ! পদ্ধতি বলে দিল UIDAI
এরমধ্যে ন্যাশনাল আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের গ্রাহকরা ১০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না। অন্যদিকে, সর্বোদয় কো-অপারেটিভ ব্যাংকের গ্রাহকেরা ১৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। দুটি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়নি। বরং কিছু বিধিনিষেধ চাপানো হয়েছে। আপাতত ছয় মাসের জন্য রিজার্ভ ব্যাংক এই বিধিনিষেধ চাপিয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে শীর্ষ ব্যাংক।