PM Kusum Scheme: কেন্দ্রীয় সরকার একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করেছে বিগত কয়েক বছরে। কৃষকদের মান উন্নয়নে স্কিম চালু করেছেন মোদি সরকার। প্রকল্প গুলির উদ্দেশ্য হল দেশের কৃষকদের নানান ভাবে সাহায্য করা। দেশের কিষানদের স্বার্থে চালু হওয়া উল্লেখযোগ্য একটি স্কিম সম্পর্কে আলোচনা করব এই প্রতিবেদনে। প্রকল্পটির নাম ‘প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা ইভম উত্থান মহাবিয়ান যোজনা’ যাকে অন্যভাবে বলা যায় প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প ( PM KUSUM Yojana)। এই প্রকল্পের মাধ্যমে কিভাবে সুবিধা মিলবে? কিভাবে আবেদন জমা করে যাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।
প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প (PM KUSUM) কী?
২০১৯ সালে কৃষকদের স্বার্থে চালু হওয়া একটি বিশেষ প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প’ (PM KUSUM Scheme)। প্রকল্পটির সূচনা হয়েছিল নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের নির্দেশ অনুসারে। প্রকল্পটি চালুর উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকায় কৃষকদের সৌরবিদ্যুৎ সরবরাহ করা। এই স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকার কৃষকদের সৌরপাম্প স্থাপনের জন্য ৯০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। এছাড়া পরিবেশ দূষণ কমানো প্রকল্পের আরো একটি উদ্দেশ্য। নরেন্দ্র মোদীর সরকার চান, জীবাশ্ম জ্বালানির প্রতি চাপ কমিয়ে অ-জীবাশ্ম জ্বালানি উৎস থেকে বৈদ্যুতিক শক্তির ব্যবহার বৃদ্ধি। সব মিলিয়ে এই প্রকল্প সুদূরপ্রসারী প্রভাব আনতে পারে বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
এই প্রকল্পের আবেদন যোগ্যতা কী?
১) প্রকল্পের আবেদন জানাতে পারবেন দেশের সমস্ত কৃষক।
২) ব্যক্তিগতভাবে অথবা দলগতভাবে প্রকল্পের জন্য আবেদন জমা করা যায়।
৩) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
৪) প্রতি মেগাওয়াটের জন্য আনুমানিক ২ হেক্টর জমি থাকতে হবে।
এই প্রকল্পের জন্য কী করতে হবে?
পিএম কুসুম প্রকল্পের অধীনে, একদল কৃষক, পঞ্চায়েত, সমবায় সোলার পাম্প বসানোর জন্য আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পের খরচ মূলত তিন ভাগে বিভক্ত হয়। সরকার সাহায্য করে কৃষকদের। মোট ব্যয়ের দশ শতাংশ দিতে হবে কৃষকদের, বাকি খরচের ৬০ শতাংশ ভর্তুকি পাবেন এবং ৩০ শতাংশ মিলবে ঋনের আকারে।
পিএম কুসুম প্রকল্পের জন্য আবেদন জমা করবেন কিভাবে?
এই প্রকল্পের আবেদন জানানো যাবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে আবেদন পত্র পূরণ করে নিতে হবে। তার সঙ্গে যুক্ত করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট। নথি হিসেবে জমা করবেন আধার কার্ড, জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং একটি ঘোষণাপত্র। কী ধরনের সোলার কেন্দ্র স্থাপন করতে চাইছেন তারও উল্লেখ করতে হবে। বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।
Official Website: Link