RPF Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) এ ৪৬৬০ টি শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দুটি পদ রয়েছে, কনস্টেবল ও সাব ইন্সপেক্টর (SI)। এই পদে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে যথাক্রমে নূন্যতম মাধ্যমিক পাশ ও গ্র্যাজুয়েশন পাশ। পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, পুরুষ ও মহিলা উভয়ই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
তাহলে আর দেরি না করে এই প্রতিবেদনে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে আবেদন করুন। যেমন প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, সিলেকশন পদ্ধতি, সহ আবেদন পদ্ধতি।
Advertisement No. | ০২/২০২৪ & ০১/২০২৪ |
নিয়োগকারী সংস্থা | Railway Recruitment Board (RRB) |
পদের নাম | Constable & Sub Inspector |
মোট শূন্যপদ | ৪৬৬০ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১৪ মে, ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
RPF Recruitment 2024 for 4660 SI and Constable Posts
পদের নাম ও শূন্যপদের সংখ্যা –
RRB এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে Constable ও Sub Inspector (SI) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৪৬৬০ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Constable (Executive) | ৪২০৮ টি |
Sub Inspector (SI) (Executive) | ৪৫২ টি |
প্রয়োজনীয় যোগ্যতা –
প্রথমত এই দুই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
Constable পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
Sub Inspector (SI) পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাশ।
এছাড়া প্রার্থীদের ফিজিক্যালি ফিট হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থীদের আলাদা আলাদা শারীরিক মাপকাঠি রাখা হয়েছে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।
Constable পদের ক্ষেত্রে –
SI পদের ক্ষেত্রে –
বয়সসীমা –
Constable পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং SI পদে আবেদন করার জন্য বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছর। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বয়স হিসাব করতে হবে ০১-০৭-২০২৪ তারিখ অনুযায়ী। আপনার নিজের বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন।
বেতন –
Constable পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে ২১,৭০০/- টাকা বেতন দেওয়া হবে এবং Sub Inspector পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে ৩৫,৪০০/- টাকা বেতন দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
- Computer Based Test (CBT)
- Physical Efficiency Test (PET)
- Physical Measurement Test (PMT)
- Document Verification
Computer Based Test এর সিলেবাস জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।
আবেদন মূল্য (Application Fees)
General, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের ৫০০/- টাকা, এবং SC, ST, PWD, Women প্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
উক্ত দুটি পদে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি নিম্নরূপ।
- প্রথমে www.rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের।
- তারপর Apply তে ক্লিক করে Create An Account অপশনে ক্লিক করতে হবে।
- তারপর প্রার্থীর নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে Registration সম্পন্ন করতে হবে।
- তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর শিক্ষাগত যোগ্যতার তথ্য সহ যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে।
- তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- তারপর Submit করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদনের সময় কোনো ভুল তথ্য জমা হয়ে গেলে চিন্তা নেই, ১৫ মে, ২০২৪ তারিখ থেকে ২৪ মে, ২০২৪ তারিখের মধ্যে আবেদন ফর্মটি সংশোধন করে নিতে পারবেন।
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –
- আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো (ফটোর ব্যাকগ্রাউন্ড কালার সাদা হতে হবে)।
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
- বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
আরও পড়ুন – Madhyamik-HS Result 2024: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? জেনে নিন দিনক্ষণ
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৫-০৪-২০২৪ |
আবেদন শুরু | ১৫-০৪-২০২৪ |
আবেদন শেষ | ১৪-০৫-২০২৫ |
আবেদনপত্র সংশোধন | ১৫-০৫-২০২৪ থেকে ২৪-০৫-২০২৪ পর্যন্ত |
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Constable Sub Inspector |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
🔔 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |